সেনা সদস্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য

শত বছরের নিষেধাজ্ঞা বাতিল করে সেনা সদস্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রাজা চার্লস বৃহস্পতিবার অফিসার ও সেনাদের দাড়ি রাখার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, নতুন নীতি শুক্রবার কার্যকর হবে। এর ফলে ইস্টারের ছুটিতে থাকা সেনারা কাজে যোগ দেওয়ার আগেই নিজেদের দাড়ি লম্বা করার সুযোগ পাবেন।

চেহারা এবং দাড়ির বিষয়ে সেনাবাহিনীর নীতির পর্যালোচনার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স দায়িত্বরত ও সংরক্ষিত উভয় গ্রুপের সেনাদের ব্যাপারে দাড়ির রাখার ‘নীতি পরিবর্তন হবে।’

সরকারি সমীক্ষায় দেখা গেছে, ‘ব্যাপক সংখ্যাগরিষ্ঠ’ অংশ অনুভব করছে যে, সেনাবাহিনীকে তার নীতি পরিবর্তন করতে হবে এবং সেনাদের দাড়ি রাখার অনুমতি দিতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস সেনাবাহিনীর নিয়োগ সংকট নিয়ে আলোচনা করার সময় দাড়ি নিষেধাজ্ঞা ‘হাস্যকর’ বলে মন্তব্য করার পরে বিষয়টি আলোচনায় এসেছিল।

সর্বাধিক পঠিত

কুলসুম থেকে ম্যারিও সিমো ভ্যার্মো
ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন