রমজানে ওমরাহ পালনকারীদের জন্য বাড়তি প্রস্তুতি সৌদির

রমজানে ওমরাহ পালনকারীদের নির্বিঘ্ন ও নিরাপদ অভিজ্ঞতা দিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশটির নিরাপত্তা বাহিনী মক্কা ও মদিনায় আসা তীর্থযাত্রীদের জন্য এ পদক্ষেপ নিয়েছে। সোমবার (১১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সাউদ বিন নাইফ। এ পরিকল্পনায় মন্ত্রণালয় নিরাপত্তা, ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, মানবিক সেবা এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়ের ওপর জোর দিয়েছে।

মক্কায় সমন্বিত নিরাপত্তা অপারেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ কর্তৃক অনুমোদিত এ পরিকল্পনা তুলে ধরেন।

জেনারেল মোহাম্মদ আল বাসামি জানান, নিরাপত্তা বাহিনী এ পরিকল্পনায় প্রধান দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্বগুলোর অন্যতম হলো ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, ওমরা পালনকারীদের নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রান্ড মসজিদ ও মসজিদে নববীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।

প্রতিবেদেনে বলা হয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে, তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করতেও নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে। এছাড়া নামাজের সময় ভিড় এড়ানোর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

সর্বাধিক পঠিত

কুলসুম থেকে ম্যারিও সিমো ভ্যার্মো
ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন