যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় সম্মাননা পেলেন দুই প্রবাসী

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- খাদিজা গোলাম ও ফরিদা ইয়াসমীন। শুক্রবার নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউতে ‘ট্রিবিউট অব এক্সিলেন্স চ্যারিটি অ্যাওয়ার্ড গালা’ শিরোনামে এক অনুষ্ঠানে এ সম্মাননা পান তারা।
খাদিজা গোলাম ও ফরিদা ইয়াসমীন
খাদিজা গোলাম ও ফরিদা ইয়াসমীন

যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় ‘প্রেসিডেন্ট’স ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলাদেশি-আমেরিকান।

তারা হলেন খাদিজা গোলাম ও ফরিদা ইয়াসমীন।

শুক্রবার নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউতে ‘ট্রিবিউট অব এক্সিলেন্স চ্যারিটি অ্যাওয়ার্ড গালা’ শিরোনামে এক অনুষ্ঠানে এ সম্মাননা পান তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ আয়োজন করে ‘হান্ড্রেড শেড অব উইমেন ইন্টারন্যাশনাল’।

খাদিজা গোলাম নিউ ইয়র্কের ব্রুকলিনে ‘চ্যাম্পিয়ন হোমকেয়ার’-এর প্রেসিডেন্ট ও প্রধান কার্যনির্বাহী। জাতিসংঘের অধিভুক্ত ‘কেয়ার কুইন’-এর সঙ্গে সেবামূলক কর্মকাণ্ডে জড়িত তিনি। ‘কেয়ার কুইন’ প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী হলেন ফরিদা ইয়াসমীন।

দুই হাজার ঘণ্টার কমিউনিটি সেবার ওপর পর্যবেক্ষণের ভিত্তিতে ‘প্রেসিডেন্ট’স ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ দেয় হোয়াইট হাউজ।

সর্বাধিক পঠিত

কুলসুম থেকে ম্যারিও সিমো ভ্যার্মো
ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন