সাগরপথে ইউরোপের দেশ স্পেনে প্রবেশ করতে গিয়ে নৌকাডুবিতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরক্কো থেকে প্লাস্টিকের নৌকায় রওনা দিয়ে সাগরে মৃত্যু হয় ২৬ জনের। এর মধ্যে চার জন বাংলাদেশি। গত ২৬ নভেম্বর এ ঘটনা ঘটে।
নৌকাডুবিতে তাদের দেহ স্পেনের মেলেইয়া দ্বীপে ভেসে উঠলে স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার করে স্থানীয় ম্যানিলা হাসপাতালে নিয়ে যায়। পরে রাতেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে অন্তত তিনজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে। নিহতদের পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, নিহতদের একজন ১৮ বছরের তরুণ। তার নাম আবু আশরাফ। শুক্রবার বিকালে তার পরিবার মৃত্যুর খবর পায়।
নিহত আশরাফ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেছিখুমরা গ্রামের আশিক মিয়ার পুত্র। এছাড়া একই নৌকায় থাকা অন্য তিনজন বাংলাদেশির মধ্যে দু’জন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় পুলিশ গুরুতর আহত আরও ৫৯ জনকে দ্বীপ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, ভাগ্য পরিবর্তনের জন্য ইউরোপে যাওয়ার আশায় দালালদের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয়। টাকার বড় অংশও পরিশোধ করা হয়। নিহতদের মধ্যে আশরাফ প্রায় এক বছর দুই মাস আগে স্পেনে যাবার উদ্দেশে বাড়ি ছাড়েন।
মেহরাজ হাসান এক মাস আগে দালালের মাধ্যমে মরক্কো হয়ে স্পেনে সাগর পথে প্রবেশ করেন। গণমাধ্যমকে তিনি জানান, ওই মানবপাচার গ্রুপে তিনিও ছিলেন। সৌভাগ্যবশত এক মাস আগে তিনি জীবিত স্পেনে প্রবেশ করতে পেরেছেন।
- প্রবাস কথা ডেস্ক