শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় শোকাবহ পরিবেশ বিশ্বজুড়ে। সেই ঘৃন্য হামলায় নিন্দার সাথে শোকের ছায়া অন্য দেশের মতো ফিনল্যান্ডেও।
গত মঙ্গলবার দেশটির রাজধানীর মূল কেন্দ্রস্থলে, সেই ঘৃণ্য হামলায় নিহতদের স্মরণে আলোক প্রজ্বলন করে পথচারী সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা নিবেদন করে।
রাত ৯ টার দিকে ধীরে ধীরে আলো বাড়তে থাকে হেলসিংকি সিটি সেন্টারে। রাতের এ সময়টাতে সাধারণত শহরের লোকজন বাড়ির পথেই থাকে বেশি। আর কর্মদিবসে সন্ধ্যার পরপর লোকজন একটু কম থাকে।
কিন্তু শ্রীলঙ্কার মর্মান্তিক সন্ত্রাসী হামলার শোকে অনেকেই দাড়িয়ে তাদের সমবেদনা জানান এবং একটি করে মোমবাতির আলোয় তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও সংহতি প্রকাশ করেন।
গত রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল ও শহরের পার্শ্ববর্তী দুই স্থানে ভয়াবহ সিরিজ হামলার ঘটনা ঘটে। এতে ৩৫ বিদেশ ও ৪৫ শিশুসহ নিহত হন ৩৬৯ জন। আহত হন প্রায় পাঁচ শতাধিক। হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
জসীম সরকার, প্রবাস কথা, হেলসিংকি, ফিন্ডল্যান্ড
আরও পড়ুন- ইতালিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ