দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে লিংকন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে দেশটির জোহানসবার্গের ফোর্ডসবার্গ শহরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন বিকাল সাড়ে ৩টার দিকে লিংকনের সেল ফোন দোকানে একদল সশস্ত্র সন্ত্রাসী ঢুকে তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে এই প্রবসীর মৃত্যু হয়।
বর্তমানে তার মরদেহ মেফেয়ারের গার্ডেন সিটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত লিংকনের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।
- জন সিদ্দিকী, দক্ষিণ আফ্রিকা
আরও পড়ুন- লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
প্রবাসীদের সব খবর জানতে; প্রবাস কথার ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন