ইতালিতে শিশু নির্যাতনের দায়ে জুনায়েদ আহমেদ (১৯) নামে এক বাংলাদেশি ইমামকে বহিষ্কার করা হয়েছে। তিনি ইতালির উত্তর অঞ্চল পাদোভায় থাকতেন। সোমবার স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অক্টোবরে পাদোভা বাংলাদেশ কালচারাল সেন্টার মসজিদে কোরআন শিক্ষা দেয়ার সময় পাঁচ থেকে দশ বছরের শিশুদের ভয়ংকর ভাবে বেত্রাঘাত করতেন।
বিষয়টি জেনে ইতালিয়ান স্কুল শিক্ষকরা স্থানীয় পুলিশকে অবহিত করেন। পরে গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দেশটির পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ কয়েক মাস মামলা চলার পর চলতি সপ্তাহে আদালত তাকে বহিষ্কারের আদেশ দেন।
ফলে ইতালিতে থাকার বৈধতা হারান জুনায়েদ। তাই তাকে দেশে পাঠাতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন।
- প্রবাস কথা ডেস্ক।
আরও পড়ুন- ‘প্রবাসে মনের অজানা শঙ্কায় আমাদের দিন পার করতে হয়’
প্রবাসীদের সব খবর জানতে; প্রবাস কথার ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন