বিদেশে যাওয়া অথবা বিদেশে অবস্থানকালীন সময়, প্রবাসীরা যদি কোন ধরনের সমস্যার হয়রানী বা দুর্ভোগের শিকার হন, তাহলে জরুরিভাবে তা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি ফোন করে অথবা অন্য যেকোন মাধ্যমে যোগাযোগ করে দ্রুত জানানোর আহ্বান করা হয়েছে এবং তাৎক্ষনিক সমাধানেরও চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদে গুরুত্বসহকারে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদে আরও জানানো হয়, প্রবাসীরা অথবা প্রবাসীদের অভিভাবকগণের নিকট যদি কোন অভিযোগ থাকে, তাহলে সরাসরি অভিযোগ করতে বলা হয়েছে এবং সমস্যার দ্রুত সমাধান নিতে নিম্নে উল্লেখিত নাম্বারে ফোন, ফ্যাক্স, মোবাইলে ম্যাসেজ অথবা ই-মেইল ব্যবহারেও পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ওয়েব সাইট: www.mofa.gov.bd/
ফোন: ০২-৯৫৬২৮৫২ ফ্যাক্স: ০২-৯৫৬২৮৫৩
মোবাইল: ০১৯৭৫ ০০৬ ৪৬৭(ইমারজেন্সি সার্ভিস)
ই-মেইল: secretarymofa.gov.bd@gmail.com
- শাহরিয়ার তারেক, প্রবাস কথা